ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

ড্রোন হামলা নিয়ে ইউক্রেনের সঙ্গে কথা বলতে চাই: ইরান

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ২৫, ২০২২

ড্রোন হামলা নিয়ে ইউক্রেনের সঙ্গে কথা বলতে চাই: ইরান
সম্প্রতি ইউক্রেনে ইরানি ড্রোন দিয়ে হামলা করা হচ্ছে বলে পশ্চিমা গণমাধ্যমে যে খবর প্রকাশ করা হচ্ছে, তা নিয়ে কিয়েভের সঙ্গে কথা বলতে চাচ্ছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান সোমবার এ বিষয়ে ইউক্রেনকে আলোচনার আহ্বান জানিয়েছেন। খবর ইরনার।

 ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্ররা গত কয়েক সপ্তাহ ধরে প্রচার-প্রচারণা চালাচ্ছে যে, ইরান থেকে কেনা আত্মাঘাতী ড্রোন দিয়ে কিয়েভে হামলা চালাচ্ছে রাশিয়া।

এর সঙ্গে আবার যোগ হয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইউক্রেনে ভূপাতিত ড্রোনের স্যাটেলাইট ইমেজ পাঠিয়ে ইসরাইল দাবি করছে— এগুলো ইরানের ড্রোন।

এর মাধ্যমে বিশ্ববাসীকে তেহরানের বিরুদ্ধে ক্ষেপিয়ে ফায়দা লুটতে চাইছে তেলআবিব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার আবারও জোর দিয়ে বলেন, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়ার কাছে কোনো ড্রোন বা সমরাস্ত্র বিক্রি করেনি তেহরান। ভবিষ্যতেও দেবে না।

তিনি বলেন, ইরানের সঙ্গে রাশিয়ার সহযোগিতাপূর্ণ সম্পর্ক আছে এ কথা সত্য, কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর মস্কোর কাছে কোনো অস্ত্র বিক্রি করেনি তেহরান।

তবে এর আগে রাশিয়ার কাছে ইরান কিছু সমরাস্ত্র বিক্রি করেছিল বলেও শিকার করেন তিনি।