দক্ষিণ সোমালিয়ার একটি হোটেলে হামলায় কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। কিসমায়ো বন্দর নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত ওই হোটেলে স্থানীয় সময় রবিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
জুব্বাল্যান্ডের নিরাপত্তা মন্ত্রী ইউসুফ হোসেন ধুমাল জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা তিন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। চারজন মারা গেছেন বোমা বিস্ফোরণে।
‘বিস্ফোরণে শিক্ষার্থী ও বেসামরিক লোকসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪৭ জন’ বলেন ধুমাল।
‘যে হোটেলে বিস্ফোরণটি ঘটেছে সেটি একটি স্কুলের কাছেই অবস্থিত। এ কারণে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।’
আল কায়েদা সংশ্লিষ্ট স্বশস্ত্রগোষ্ঠী আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।
গোষ্ঠীটির দাবি, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি হোটেলের গেটে ঢুকে পড়ে। তারপরেই হামলা চালানো হয়।
পুলিশ অফিসার আবদুল্লাহি ইসমাইল বলেন, এটি কোনো সরকারি লক্ষ্য নয়। এটি একটি সাধারণ, বেসামরিক লোকারণ্য হোটেল।
তবে আল-শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব জানিয়েছেন, গোষ্ঠীটি জুব্বাল্যান্ড অঞ্চলের প্রশাসকদের উপর হামলা চালাতে চেয়েছিল; যারা ওই হোটেল থেকে কাজ করেন।