কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষক বা উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা’ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়।
এতে বলা হয়, দশম গ্রেডের এই পদে সরাসরি নিয়োগের জন্য ২০২০ সালের ৪ জুন বিজ্ঞপ্তি জারি করা হয়। এর প্রেক্ষিতে গত ২২ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট ১ হাজার ৩৬২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল আবেদনপত্র বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি) জমা দানের তারিখ এবং মৌখিক পরীক্ষার তারিখ, সময়সূচি ও বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জাতীয় দৈনিক পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।