নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, অক্টোবর ২, ২০২১
রাজধানীর
তেজগাঁও এলাকায় একটি বাসার তিন
তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ
সময় আহত দুই শিক্ষার্থীকে
উদ্ধার করে ঢাকা মেডিকেল
কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আহত
শিক্ষার্থীদের একজন ইয়াসিন তালুকদার
(৩১)। তার বাড়ি
চাঁদপুর। অপর শিক্ষার্থীর নাম-পরিচয় না জানা গেলেও
তার আনুমানিক বয়স (২৭) বলে জানা
গেছে।
শুক্রবার
(১ অক্টোবর) রাত ৯টার দিকে
তেজগাঁওয়ের ২৭/এ পূর্ব
তেজতুরী বাজারে এ ঘটনা ঘটে
জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।
তিনি
বলেন, রাত ৯টার দিকে
পূর্ব তেজতুরী বাজারের একটি ছয়তলা ভবনের
তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তিন
তলার একটি রুমে দুজন
শিক্ষার্থী মেস ভাড়া করে
থাকতেন। এই বিস্ফোরণের তারা
আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পুলিশ ঘটনাস্থল
থেকে ঢামেক হাসপাতালে পাঠিয়েছে।
তিনি
আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা তেমন কিছু
পায়নি। কী কারণে বিস্ফোরণ
ঘটেছে তাও এখনো নিশ্চিত
হওয়া যায়নি। ঘটনাস্থল এখন পুলিশের নিয়ন্ত্রণে
রয়েছে।
এ
বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুল
মান্নান বলেন, আহত দুজন শিক্ষার্থী
বলে আমরা প্রাথমিকভাবে জানতে
পেরেছি। আহতদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা
গেলেও অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া
যায়নি।
তিনি
বলেন, তারা ভবনের তিন
তলায় একটি মেস ভাড়া
করে থাকতেন। তাদের কক্ষেই বিস্ফোরণ ঘটে। তবে ঠিক
কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা আমরা এখনও
নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলে
আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে
দেখছি।
এ
বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান (ওসি) বলেন, বিস্ফোরণটি
ঠিক কী কারণে হয়েছে
তা আমরা এখনো নিশ্চিত
হতে পারিনি। তবে বিকট শব্দে
বিস্ফোরণ হয়েছে বলে আমরা জেনেছি।
ঘটনাস্থলে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি), ডিবিসহ পুলিশ বিভিন্ন ইউনিটের সদস্য রয়েছেন।