Can't found in the image content. বড় দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বড় দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

অর্থ ও বানিজ্য ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ২৩, ২০২২

বড় দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ফাইল ছবি

দিনভর সূচক পতনের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ অক্টোবর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে প্রায় ৪৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮১ পয়েন্ট।

এদিন সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সূচক বৃদ্ধির পর আজ পুঁজিবাজারে দরপতন হলো। তার আগেও টানা পাঁচ কার্যদিবস দরপতন হয়েছিল।

ডিএসইর তথ্য মতে, আজ ৩৫৯টি প্রতিষ্ঠানের মোট ১১ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৩৫৩টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে, যার মূল্য ৭৮৮ কোটি ৪৬ লাখ ৭৮ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৬২ লাখ ৮৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

এদিন ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১১৯টির, আর অপরিবর্তিত রয়েছে ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইএস শরিয়াহ সূচক পয়েন্ট ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ২৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার। তৃতীয় স্থানে ছিল এডিএন টেলিকমের শেয়ার। এরপরের অবস্থানে ছিল- ইন্ট্রাকো, আনোয়ার গ্যালভানাইজিং, স্কয়ার ফামা, রয়েল টিউলিপ সি পাল হোটেল, ইস্টার্ন হাউজিং, সোনালী পেপার এবং কেডিএস এক্সেসরিজের শেয়ার।

অপর বাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৮১ পয়েন্ট পয়েন্ট কমে ১৮ হাজার ৭১৯ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে। এই বাজারে ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৫টির। অপরিবর্তিত রয়েছে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ২৯ লাখ ৩৩ হাজার ২৫৫ টাকার শেয়ার।