Can't found in the image content. ফের ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করলো ভারত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ফের ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করলো ভারত

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ২২, ২০২২

ফের ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করলো ভারত

ছবি: সংগৃহীত

আবারও ‘অগ্নি প্রাইম’ নামের ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করলো ভারত। শুক্রবার (২১ অক্টোবর) ওড়িশার উপকূল থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়। খবর হিন্দুস্তান টাইমস।

এ নিয়ে তৃতীয়বারের মতো অগ্নি প্রাইম নামের এই মিসাইল 'পরীক্ষামূলক উৎক্ষেপণ' করলো ভারত। গত বছরের জুনে প্রথমবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। গত ডিসেম্বরে দ্বিতীয়বার উৎক্ষেপণ করা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সব পরীক্ষাতেই সফল হয়েছে এই মিসাইল। অগ্নি শ্রেণিভুক্ত যে মিসাইলগুলো রয়েছে তার মধ্যে একেবারে উন্নত শ্রেণীতে রয়েছে এই ‘অগ্নি প্রাইম’। নতুন জেনারেশন মিসাইল বলে এটিকে গণ্য করা হয়। সর্বোচ্চ প্রায় ২ হাজার কিলোমিটার পাল্লায় এটি আঘাত হানতে পারে।

প্রতিবেদনে বলা হয়, অগ্নি-৩ মিসাইলের তুলনায় নতুন এই মিসাইল অন্তত ৫০ শতাংশ হালকা। এটিতে একাধিক নতুন প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। এটিকে রেললাইন বা রাস্তা থেকেও উৎক্ষেপণ করা সম্ভব।