Can't found in the image content. `আলোচনার ক্ষেত্রে আগের চেয়ে নরম হয়েছেন পুতিন', বললেন এরদোগান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

`আলোচনার ক্ষেত্রে আগের চেয়ে নরম হয়েছেন পুতিন', বললেন এরদোগান

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ২২, ২০২২

`আলোচনার ক্ষেত্রে আগের চেয়ে নরম হয়েছেন পুতিন', বললেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার বলেছেন, তার কাছে মনে হয়েছে ‘পুতিন আলোচনার ক্ষেত্রে এখন আগের চেয়ে অনেক নরম হয়েছেন’।  এরদোগান আরও বলেছেন, আমরা আশাবিহীন না। 

এরদোগানের এ মন্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হয় রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভোর কাছে। প্রশ্নের জবাবে পেসকোভ বলেছেন, পুতিন শুরু থেকেই আলোচনার জন্য উন্মুক্ত ছিলেন এবং এখনো আছেন। 

এ ব্যাপারে পেসকোভ বলেন, যদি আপনাদের মনে থাকে, প্রেসিডেন্ট পুতিন বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার আগেই ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন।

তিনি আরও বলেন, রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে যখন একটি চুক্তি প্রায় হয়ে গিয়েছিল তখন পুতিন আলোচনার জন্য উন্মুক্ত ছিলেন।  তাই সেই দিক দিয়ে কোনো কিছুই পরিবর্তন হয়নি। ইউক্রেনের অবস্থান পরিবর্তন হয়েছে…ইউক্রেনের আইন এখন যে কোনো ধরনের আলোচনা নিষিদ্ধ করেছে। 

এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের চারটি অঞ্চল অধিগ্রহণ করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি একটি ডিক্রি জারি করেছিলেন। তিনি সেই ডিক্রিতে পুতিনের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা নিষিদ্ধ করেন তিনি।  

সূত্র: দ্য গার্ডিয়ান