ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

হাইড্রো-ইলেকট্রিক প্লান্ট ধ্বংসের পরিকল্পনা রাশিয়ার, জেলেনস্কির সতর্কতা

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২

হাইড্রো-ইলেকট্রিক প্লান্ট ধ্বংসের পরিকল্পনা রাশিয়ার, জেলেনস্কির সতর্কতা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি অভিযোগ করেছেন, খেরসনের পূর্ব দিকে অবস্থিত একটি হাইড্রোইলেকট্রিক ড্যাম ধ্বংস করার পরিকল্পনা করছে রাশিয়া। এদিকটায় এগিয়ে আসছে ইউক্রেনের সেনারা। অন্যদিকে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তারা সাধারণ মানুষদের সরিয়ে নিচ্ছে। 

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে একটি ভিডিও বার্তায় রাশিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ করেন জেলেনস্কি। তিনি বলেছেন, ড্যামে মাইন পুঁতেছে রুশ সেনারা। এতে করে সোভিয়েত আমলে তৈরি করা ৪০০ কিলোমিটার লম্বা খালটি হুমকির মুখে পরেছে। 

এ ব্যাপারে জেলেনস্কি বলেন, রাশিয়ানরা কাকোভকার হাইড্রোইলেকট্রিক প্লান্টে হামলার প্রস্তুতি নিচ্ছে। আমাদের থাকা তথ্য অনুযায়ী, অ্যাগ্রেগেটস এবং কাকোভগা ড্যামে মাইন পুঁতেছে রাশিয়ার জঙ্গিরা।

তিনি আরও বলেন, যদি ড্যামটি ধ্বংস হয়ে যায় তাহলে উত্তর ক্রিমিয়া খাল নিশ্চিহ্ন হয়ে যাবে আর এটির ফলাফল হবে বড় ধরনের বিপর্যয়।

জেলেনস্কি আরও বলেছেন, এই জঙ্গি হামলার মাধ্যমে, তারা ধ্বংস করে দিতে পারে, অন্যান্য বিষয়গুলোর মধ্যে, এমনকি দিনিপ্রো নদী থেকে ক্রিমিয়ায় পানি সরবরাহ (বন্ধ করে দিতে পারে)। 

কাকোভকায় এমন কোনো আক্রমণ গণ বিধ্বংসী অস্ত্র ব্যবহারের মতো ধ্বংসাত্মক হতে পারে পারে বলেও হুশিয়ারি দিয়েছেন জেলেনস্কি।  

প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক বলেছেন, রাশিয়া মনুষ্যসৃষ্টি বিপর্যয় তৈরির প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান