ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ঢাবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর

নাইমুর রহমান ইমন, ঢাবি প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২

ঢাবিতে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি'র সভাপতি মি. লর্ড করুন বিলিমোরিয়া  ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'Business, Finance and Economy' বিষয়ে এক বিশেষ বক্তৃতা প্রদান করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। লর্ড করন বিলিমোরিয়া শিক্ষা, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ সাফল্যের জন্য ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাঁর পিতা ভারতের সাবেক লেফটেন্যান্ট জেনারেল ফারিদুন বিলিমোরিয়া বাংলাদেশকে স্বাধীন করার জন্য ১৯৭১ সালের মহান

মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন বলে তিনি জানান। চ্যান্সেলর লর্ড করন বিলিমোরিয়া অবিলম্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এই যুদ্ধের কারণে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে, বিশ্বে দারিদ্র বাড়ছে, পরিবেশের বিপর্যয় ঘটছে, খাদ্য সংকট তৈরি হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যসহ বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে বিভিন্ন দেশের সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন। উন্নত ও সমৃদ্ধ জীবন গড়তে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শেখার কোন শেষ নেই। তাই শিক্ষা অর্জনের প্রচেষ্টা আজীবন অব্যাহত রাখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করে বলেন, বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী বার্মিংহাম বিশ্ববিদ্যালয়সহ যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছে। যুক্তরাজ্যে বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের এ সুযোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তৃতা প্রদানের জন্য বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড করন বিলিমোরিয়াকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর অসাধারণ ও দিকনির্দেশনামূলক বক্তব্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হবে। শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী ভারতের সাবেক লেফটেন্যান্ট জেনারেল ফারিদুন বিলিমোরিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য বলেন, লর্ড করন বিলিমোরিয়ার এই সফর বাংলাদেশের সঙ্গে তাঁর পরিবারের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড করন বিলিমোরিয়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে মতবিনিময় করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও গবেষক বিনিময়, স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি চালুসহ বিভিন্ন যৌথ কার্যক্রম গ্রহণের ব্যাপারে তাঁরা ঐকমত্য প্রকাশ করেন। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তাঁরা আলোচনা করেন।