ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

কৃষ্ণ সাগরে পারমাণবিক বোমা ছুঁড়তে পারেন পুতিন

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২

কৃষ্ণ সাগরে পারমাণবিক বোমা ছুঁড়তে পারেন পুতিন
যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে নিজের শক্তি প্রদর্শনে কৃষ্ণ সাগরে একটি পারমাণবিক বোমা ছুঁড়তে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জরুরিভিত্তিতে যুক্তরাষ্ট্রে গেছেন। তাকে যুক্তরাষ্ট্র থেকে ডেকে পাঠানো হয়। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। ধারণা করা হচ্ছে পুতিনের সম্ভাব্য পারমাণবি শক্তি প্রদর্শন নিয়েই কথা বলতে তাকে জরুরিভিত্তিতে ডাকা হয়েছে।

যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য সানের সঙ্গে একজন নিরাপত্তা বিশ্লেষক জানান, শক্তি প্রদর্শনে পুতিনের পারমাণবিক বোমা ছোঁড়ার ‘সম্ভাবনা অনেক বেড়েছে।’ 

বিশ্লেষকরা বলছেন, ন্যাটোকে সতর্ক করতেই এই পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে পারেন রুশ প্রেসিডেন্ট।

সোমবার যুক্তরাজ্যের সশস্ত্রবাহিনী মন্ত্রী জেমস হিপে স্বীকার করতে বাধ্য হন, মন্ত্রী ও কর্মকর্তারা সম্ভাব্য পারমাণবিক বোমা বিস্ফোরণের বিষয়ে আলোচনা করছেন। 

তিনি বলেছেন, আমরা এমন সময়ে আছি যখন এ ধরনের আলোচনা প্রয়োজন। 

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের সফরের মাঝেই রাশিয়াকে পারমাণবিক হামলার বিষয়ে আবারও সতর্কতা দিয়েছে যুক্তরাজ্য। তারা বলেছে, পারমাণবিক হামলা হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে। 

রাশিয়াকে সতর্ক করে ১০ নং ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেছেন, আমরা খুবই পরিস্কার। পুতিন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করেন তাহলে এর কঠোর পরিণতি ভোগ করতে হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান, দ্য সান, নিউজডটএইউ