মঙ্গলবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের যে চারটি অঞ্চল তারা গণভোটের মাধ্যমে অধিগ্রহণ করেছে, সেগুলো পারমাণবিক অস্ত্রের সুরক্ষার মধ্যেই আছে।
ন্যাটো ও রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি পরীক্ষা শুরুর ঠিক আগে রাশিয়ার পক্ষ থেকে এমন মন্তব্য এলো।
রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে একজন সাংবাদিক জিজ্ঞেস করেন অধিকৃত চারটি অঞ্চল পারমাণবিক সুরক্ষার মধ্যে আছে কিনা। এমন প্রশ্নের জবাবে পেসকোভ বলেন, এ চারটি অঞ্চল রাশিয়ান ফেডারেশনের অবিচ্ছেদ্য অংশ এবং এগুলো সব সুরক্ষিত। রাশিয়ার অন্যন্য অঞ্চলে যেমন নিরাপত্তা দেওয়া হয় এগুলোর নিরাপত্তাও ঠিক সমান।
ন্যাটো এ সপ্তাহে তাদের পারমাণবিক প্রস্তুতি পরীক্ষা করছে। ন্যাটোর পক্ষ থেকে বলা হয় তাদের এমন পরীক্ষার পর রাশিয়াও হয়ত খুব শিগগিরই এ কার্যক্রম শুরু করবে।
তবে রুশ মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, তার কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই।
সূত্র: রয়টার্স