ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪ |

EN

টুঙ্গিপাড়ায় জামানত হারালেন চার প্রার্থী

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২

টুঙ্গিপাড়ায় জামানত হারালেন চার প্রার্থী
গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে টুঙ্গিপাড়া উপজেলার ৫ নং ওয়ার্ডে এক ভোটও পাননি সাধারণ সদস্য প্রার্থী নুর মিয়া মোল্লা। অন্য দুই প্রার্থী খালিদ হোসেন ও রমজান শরীফ দুই ভোট পেয়েছেন। ফলে পাঁচ প্রার্থীর তিন প্রার্থীই জামানত হারিয়েছেন। এছাড়া একজন সংরক্ষিত নারী সদস্য পদে সাধনা গাইন এক ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জ্যোতি প্রকাশ মল্লিক।
 
জ্যোতি প্রকাশ মল্লিক বলেন, সোমবার সকাল ৯ টায় টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজে ৫ নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সদস্য পদে পাঁচ প্রার্থীর মধ্যে তৌফিক বিশ্বাস ঘুড়ি প্রতীক নিয়ে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক বিশ্বাস তালা প্রতীক নিয়ে ৩৩ ভোট পেয়েছেন। এছাড়া বাকি তিন প্রার্থী নুর মিয়া মোল্লা হাতি প্রতীকে ০ ভোট, রমজান শরীফ বৈদ্যুতিক পাখা ও খালিদ হোসেন টিউবওয়েল প্রতীকে এক ভোট করে দুই ভোট পেয়েছেন। মোট ভোটের আট ভাগের একভাগ না পাওয়ায় তিন প্রার্থীই জামানত হারিয়েছেন।

তিনি আরো বলেন, সংরক্ষিত নারী সদস্য পদে চার প্রার্থীর মধ্যে শ্রাবণী খানম ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাকি তিন প্রার্থী অঞ্জলি রায় ১৫ ভোট, এ্যামিলি বেগম ১৮, সাধনা গাইন এক ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

প্রিজাইডিং অফিসার জ্যোতি প্রকাশ মল্লিক বলেন, গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে টুঙ্গিপাড়া উপজেলার ৫ নং ওয়ার্ডে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।