Can't found in the image content. চকলেট চুরি করেছেন মা, থানায় অভিযোগ তিন বছরের শিশুর | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

চকলেট চুরি করেছেন মা, থানায় অভিযোগ তিন বছরের শিশুর

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২

চকলেট চুরি করেছেন মা, থানায় অভিযোগ তিন বছরের শিশুর
মা চকলেট চুরি করেছেন এজন্য মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছেন তিন বছর বয়সী ছেলে। ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুর পুলিশ ফাঁড়িতে ঘটা এ ঘটনা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুলিশ ফাঁড়ির বাইরে বসে সাদা কাগজে মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র লিখছে ওই শিশুটি। কাগজে ফুটে উঠছে তার কাঁচা হাতের লেখা। থানায় অবশ্য সে একা আসেনি। সঙ্গে রয়েছেন বাবাও। 

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ওই শিশুর বাবার দাবি, চোখে কাজল পরিয়ে দেওয়ার সময় বায়না ধরে ছেলে। সে সময় ছেলের গালে হাত দিয়ে আদর করেছিলেন তার মা। তবে মা চকলেট চুরি করেছেন কি না এমন অভিযোগের উত্তর অবশ্য শিশুটির কাজ থেকে পাওয়া যায়নি। যদিও শিশুটির কাণ্ড দেখে হাসির রোল উঠেছে।

থানায় এক মহিলা পুলিশ বেশ যত্ন নিয়েই শিশুটিকে সাহায্য করেন। শিশুটির কাছে ভান করেছেন, যেন তার অভিযোগপত্র নেওয়া হচ্ছে। এর পর অবশ্য তাকে বুঝিয়ে বাড়ি পাঠানো হয়।