Can't found in the image content. শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২

শেখ রাসেলের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ‘শেখ রাসেল দিবস-২০২২’ উপলক্ষে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট ভাইয়ের কবরে পুষ্পস্তবক অপর্ণ করেন।

এ সময় শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল। তার জন্মদিন উপলক্ষে আজ ‘শেখ রাসেল দিবস’ পালিত হচ্ছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে নির্মমভাবে খুন হন শেখ রাসেল।

সে সময় বিদেশে থাকায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দু’মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।