ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে সাহাদাৎ হোসেন বিজয়ী

ফরিদপুর প্রতিনিধি | আপডেট: সোমবার, অক্টোবর ১৭, ২০২২

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে  সাহাদাৎ হোসেন বিজয়ী
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ইভিএম ভোটের প্রাপ্ত ফলাফলে ৮৫ ভোট বেশী পেয়ে  স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ  হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

১৭ অক্টোবর (সোমবার) ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ হাবিবুর রহমান ফ্রিডম বাংলা  নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ইভিএম ভোটে জেলা পরিষদ  নির্বাচন সুষ্ঠ,  সুন্দর ও উৎসবমুখর পরিবেশে  অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহাদাৎ  হোসেন বেসরকারি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. ফারুক হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৫৪০ ভোট।

 সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯ উপজেলার ৯ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে
৯ উপজেলার প্রাপ্ত ভোটের ফলাফলে দেখা যায় আনারস প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী মো.ফারুক হোসেন পেয়েছেন বোয়ালমারীতে ৭৯ ভোট আলফাডাঙ্গায় ৬১ ভোট মধুখালীতে ৯৮ ভোট  ফরিদপুর সদরে১২৯ ভোট ভাঙ্গায়  ৩৯ ভোট চরভদ্রসনে  ২০ ভোট সদরপুরে  ৩৬ ভোট নগরকান্দা ৪৮ ভোট সালথায় ৩০ ভোট  সর্বমোট-৫৪০ ভোট। 

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সাহাদাৎ হোসেন চশমা প্রতীক নিয়ে  ৯ উপজেলায় পেয়েছেন বোয়ালমারীতে ৬৬ ভোট আলফাডাঙ্গায় ৩১ ভোট মধুখালীতে ৬০ ভোট ফরিদপুর সদরে ৬৬ ভোট ভাঙ্গায় ১৩২ ভোট চরভদ্রসনে ৩০ ভোট সদরপুরে ৮২ ভোট নগরকান্দায় ৮৪ ভোট সালথায় ৭৪ ভোট। 

সর্বমোট পেয়েছেন ৬২৫ ভোট।

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১৮২ জন। ভোট দিয়েছেন ১১৬৫জন।