ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ |

EN

জেলা পরিষদ নির্বাচনে মদনে সাধারণ সদস্য পদে টিটু ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ফরিদা

আব্দুল আওয়াল (মদন) নেত্রকোনা | আপডেট: সোমবার, অক্টোবর ১৭, ২০২২

জেলা পরিষদ নির্বাচনে মদনে সাধারণ সদস্য পদে টিটু ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ফরিদা
নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে (মদন) সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস.এম মনিরুল হাসান (টিটু) এবং সংরক্ষিত মহিলা সদস্য-৩ পদে নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। সোমবার ৭৩ ভোট পেয়ে তালা প্রতীকে এস.এম মনিরুল হাসান (টিটু) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাইদুর রহমান বগী টিউবয়েল প্রতীকে ৪৪ ভোট পায়।  

জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসন-৩ মদন, কেন্দুয়া, খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নির্বাচনে সংরক্ষিত আসনে ফরিদা ইয়াসমিন ২৩৭ (ফুটবল প্রতীক) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাবেক জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার ১৯৯ ভোট পান। এ আসনে তিন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।   

প্রিসাইডিং অফিসার কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম এ  ভোট গ্রহণ সম্পন্ন হয়। সদস্য পদে এস.এম মনিরুল হাসান (টিটু) ৭৩ ভোট এবং সংরক্ষিত মহিলা আসন-৩ এ ফরিদা ইয়াসমিন ২৩৭ পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।