ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

নির্বাচনে শৃঙ্খলা ফেরাতে সিইসি নিজেই সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছেন

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, অক্টোবর ১৭, ২০২২

নির্বাচনে শৃঙ্খলা ফেরাতে সিইসি নিজেই সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছেন
দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে দুপুর ২টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচন মনিটরিংয়ের জন্য সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নির্বাচন কে কলঙ্কমুক্ত করার জন্য সিইসি নিজেই সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছেন জেলা পরিষদ নির্বাচন।

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর এসব কেন্দ্র ইসি কার্যালয়ের মনিটরিং সেল থেকে পর্যবেক্ষণ করা হবে।

জেলা পরিষদ নির্বাচনে ২৬ জন চেয়ারম্যান, ১৮ জন নারী সদস্য এবং ৬৫ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আদালতের নির্দেশনায় স্থগিত করা হয়েছে। ভোলা ও ফেনী জেলার সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ দুই জেলায় কোনও নির্বাচন হচ্ছে না। নির্বাচনে ৫৭টি জেলার প্রতিদ্বন্দ্বীর সংখ্যা চেয়ারম্যান পদে প্রার্থী ৯২ জন, সদস্য পদে এক হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন। ৫৭টি জেলায় সাধারণ ওয়ার্ড সংখ্যা ৪৪৮টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৬টি। ভোটকেন্দ্র ৪৬২টি ও ভোটকক্ষ ৯২৫টি। মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন।