Can't found in the image content. ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন নারীরা: স্বাস্থ্য অধিদপ্তর | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন নারীরা: স্বাস্থ্য অধিদপ্তর

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, অক্টোবর ১৭, ২০২২

ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছেন নারীরা: স্বাস্থ্য অধিদপ্তর
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আক্রান্ত রোগীদের মাঝে ৬২ শতাংশেরই বয়স ২০ বছরের বেশি। এছাড়া এবার এ রোগে পুরুষের তুলনায় নারীরা আক্রান্ত হচ্ছেন বেশি।

সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ চিত্র দেখা গেছে।

এতে দেখা যায়, ডেঙ্গুতে আক্রান্ত ৬২ শতাংশই ২০ বছরের বেশি বয়সের। এছাড়া মোট আক্রান্তের মধ্যে ১ থেকে ৪ বছর বয়সের ৬ শতাংশ, ৫ থেকে ৯ বছরের ১০ শতাংশ, ১০ থেকে ১৪ বছরের ১০ শতাংশ ও ১৫ থেকে ১৯ বছরের ১১ শতাংশ মানুষ রয়েছেন।

এছাড়া ডেঙ্গুতে নারীদের আক্রান্ত হওয়ার হার বেশি। মোট আক্রান্তের ৫৯ দশমিক ৫ শতাংশ নারী। আক্রান্তদের মধ্যে পুরুষ ৪০ দশমিক ৫ শতাংশ।

এতে আরও দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেশি। মোট আক্রান্তের ৪৩ দশমিক ৪ শতাংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এছাড়া ঢাকা উত্তরে ৪১ দশমিক ১ শতাংশ ও ঢাকার বাইরে ১৫ দশমিক ৫ শতাংশ।

এর আগে গতকাল (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৫৫ জন। এসময়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।