ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

EN

বরিশাল জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন

বাকেরগঞ্জ প্রতিনিধি | আপডেট: সোমবার, অক্টোবর ১৭, ২০২২

বরিশাল জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন
বরিশাল জেলা পরিষদ নির্বাচন কার্যক্রম সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল ১৭ ই অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে শুরু হতে যাচ্ছে। বরিশাল  জেলার ৭ টি উপজেলার মধ্যে এক নং কেন্দ্র বাকেরগঞ্জ উপজেলায় সেই উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে দৈনিক মুক্ত খবর ও সাপ্তাহিক অগ্রযাত্রা প্রতিনিধি জাহিদুল ইসলামকে নিশ্চিত করছেন উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা সাইদুর রহমান।

এ সময় তিনি বলেন জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম জাহাঙ্গীর বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবার পর থেকে জেলা পরিষদ সদস্য নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে তেমনটা আগ্রহ পরিলক্ষিত না থাকলেও উপজেলার ৭ জন সদস্য প্রার্থীদের মধ্যে রয়েছে হাড্ডা হাড্ডি লড়াইয়ে সম্ভাবনা। উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য মিলিয়ে উপজেলায় ১৯৮ জন ভোটারদের মধ্যে রয়েছে ব্যপক উৎসব মুখর পরিস্থিতি। 

বাকেরগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে দুটো বুথে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচন গ্রহনের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হকের নেতৃত্বে বরিশাল জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলনের উপস্থিতিতে র‍্যাব, পুলিশ, ও ডিবি পুলিশের বিপুল সংখ্যক সদস্য নির্বাচন কালিন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। 

এছাড়াও আনসার সদস্য, গ্রাম পুলিশ সহ মহিলা সদস্যরাও থাকবেন নিরাপত্তার দায়িত্বে। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষনে থাকবেন বিপুলসংখ্যক প্রিন্ট ও ইলেট্রেনিক মিডিয়ার সাংবাদিক ও উর্ধ্বতন কর্মকর্তারা। যে কোনো মূল্যে অবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবেনা। কেন্দ্রে ভোটারদের মোবাইল নিয়ে প্রবেশ করা বা যে কোনো নিয়ম ভঙ্গ কারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম বারের মতো জেলা পরিষদ নির্বাচনে অনিয়ম কারচুপি রুখতে ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তির ইভিএম মেশিন। এরইমধ্যে মেশিনের মাধ্যমে ভোট গ্রহন পদ্ধতি সম্পর্কে ভোটারদের সরাসরি হাতে কলমে প্রশিক্ষন ও সম্পন্ন করা হয়েছে বলে তিনি বিষয় টি নিশ্চিত করছেন।