Can't found in the image content. বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী ব্রুনাই | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী ব্রুনাই

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, অক্টোবর ১৬, ২০২২

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী ব্রুনাই
ব্রুনাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি আহমেদিন রাহমান জানিয়েছেন, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী ব্রুনাই। রোববার (১৬ অক্টোবর) এক বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

রাজধানীর একটি হোটেলে এক বৈঠকে অংশ নেন ব্রুনাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী দাতো সেরি আহমেদিন রাহমান ও অর্থমন্ত্রী দাতো হাজী মোহাম্মদ আমিন লিউই আব্দুল্লাহ। এতে বাংলাদেশের পক্ষে অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৈঠকে বাংলাদেশ হালাল খাদ্য বিপণন সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বৈঠকে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, নির্মাণকাজে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা রয়েছে। ব্রুনাই বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে পারে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য ব্রুনাইকে আহ্বান জানান।

ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এ বৈঠকের আয়োজন করে।