Can't found in the image content. চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আগুন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আগুন

চট্রগ্রাম ব্যুরো | আপডেট: শনিবার, অক্টোবর ১৫, ২০২২

চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আগুন
আজ সকালে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সকাল ১০টার পর প্ল্যান্টের ট্যাংক ফার্মে আগুন লাগে। সাড়ে ১১টার দিকে একটি তেলের পাইপলাইনে আগুন লাগে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, জেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের মোট আটটি ফায়ার ফাইটিং ট্রাক আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।  

বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণ অভিযানে যোগ দিয়েছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।