ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আ'লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেনকে আগামী ১৭ অক্টোবার বিজয়ী করার লক্ষে বোয়ালমারী উপজেলার ৫ ইউনিয়নে জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করলেন বাংলাদেশ আ'লীগের প্রেসিডিয়াম মেম্বার, ফরিদপুর-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুর রহমান।
১৩ অক্টোবার দুপুর ১২ টায় প্রথমে বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হকসহ মেম্বারদের কাছে আ'লীগ মনোনীত শেখ হাসিনার প্রার্থী ফারুক হোসেনকে বিজয়ী করার জন্য ভোট প্রার্থনা করেন আব্দুর রহমান।
এরপর চতুল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, শেখর ইউনিয়নের কামাল আহমেদ, রুপাপাত ইউনিয়নের মিজানুর রহমান সোনা, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মাতুব্বরসহ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের কাছে ফারুক হোসেনের জন্য ভোট প্রার্থনা করেন আব্দুর রহমান।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফারুক হোসেনের বিজয়ের ব্যাপারে ফ্রিডম বাংলা নিউজকে আ'লীগের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুর রহমান বলেন বিজয়ের ব্যপারে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ হাসিনার মনোনীত প্রার্থী, ফরিদপুরের কৃতি সন্তান মো. ফারুক হোসেনকে মেম্বার-চেয়ারম্যানরা ভোট দিবেন বলে আমাদের আস্বস্ত করেছেন। ইনশাআল্লাহ ১৭ তারিখে বিজয় আমাদেরই হবে।
৫ ইউনিয়নে জনসংযোগ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ'লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য,আব্দুল্লাহ্ আল মামুন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পীকুল, সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন, মধুখালী পৌরসভার মেয়র মোরশেদ রহমান লিমন,উপজেলা পরিষদের সহ-সভাপতি মুরাদুজ্জামান মুরাদ,জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহবায়ক পরশ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দীকসহ শতাধিক নেতা-কর্মী।