"আগামী ২০২২ সালের ১৮ অক্টোবর ২য় বারের মতো শেখ রাসেল জাতীয় দিবস উদযাপন করা হবে। শেখ রাসেল দিবসে সাড়ে তিন কোটি কিশোর কিশোরীদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, শেখ রাসেলের নির্মলতা, দূরন্ত নির্ভীক শৈশবের গল্প পৌঁছে দিতে চাই। এবারের শেখ রাসেল দিবসের মূল প্রতিপাদ্য-
"শেখ রাসেল
নির্মলতার প্রতীক
দুরন্ত প্রানবন্ত নির্ভীক"।
এই শব্দগুলোর মধ্য দিয়েই যেভাবে আমরা শেখ রাসেলকে স্মরণ করতে চাই একইভাবে বাংলাদেশের প্রতিটি শিশুদের একটি নির্মল শৈশব উপহার দিতে চাই এবং তাদের একটি নির্ভীক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই। যাতে তারা প্রগতিশীল, উদার, গনতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারে। সেই লক্ষ্য নিয়েই শেখ রাসেল জাতীয় দিবসে বেশ কিছু কর্মসূচি পালন করা হবে।"
-পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক আয়োজিত শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে।