ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

বন্যা-ভূমিধসে নেপালে ৩৩ জনের মৃত্যু

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, অক্টোবর ১২, ২০২২

বন্যা-ভূমিধসে নেপালে ৩৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

নেপালে এক সপ্তাহে বন্যা-ভূমিধসে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। খবর বিবিসির।

কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারনালি প্রদেশে চলতি মৌসুমে ভারি বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়েছে নেওয়া হয়েছে।

বন্যা-ভূমিধসে শত শত বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কারনালি প্রদেশে বন্যা-ভূমিধসের কারণে কমপক্ষে ২২ জন নিখোঁজ রয়েছে। এছাড়া আরও বহু মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে অন্নপূর্ণা পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সুরখেত এলাকা থেকে লোকজনকে উদ্ধারে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির এখনও উন্নতি ঘটেনি। নিখোঁজদের মধ্যে অধিকাংশই কালিকোট জেলার। গত এক সপ্তাহে ওই এলাকা থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।

ওই প্রদেশের কারনালি নদীর পানি ১২ মিটার (৩৯ ফুট) উচ্চতায় পৌঁছেছে। নেপালের জরুরি বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নদীর ওপরে থাকা বেশ কয়েকটি সেতু পানিতে ভেসে গেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারে করে বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে।

অপরদকে জাতিসংঘের মানবিক সংস্থাগুলো জানিয়েছে, তারা পশ্চিম নেপালের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার এবং ওষুধ সরবরাহ করেছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, গত বছর বৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ১১০ জনের মৃত্যু হয়।