ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ঘুষ নেওয়ার অভিযোগে অং সান সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, অক্টোবর ১২, ২০২২

ঘুষ নেওয়ার অভিযোগে অং সান সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মিয়ানমারের একটি আদালত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে ঘুষ নেওয়ার অভিযোগে আজ বুধবার ৩ বছরের কারাদণ্ড দিয়েছে।

আজ বুধবার এ বিষয়টি সম্পর্কে জানেন এমন এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নোবেল পুরস্কার বিজয়ী সু চি (৭৭) ইতোমধ্যে দুর্নীতি, ভোট জালিয়াতিসহ অন্তত ১৮টি অপরাধে মোট ১৯০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। সু চি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে সু চিকে আটক রেখেছে মিয়ানমারের সামরিক সরকার। 

বুধবার এ বিষয়ে মন্তব্যের জন্য সামরিক শাসকের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

সমর্থকরা মনে করেন, সু চির বিরুদ্ধে সামরিক সরকারের মামলাগুলো ভিত্তিহীন এবং তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য এগুলো আনা হয়েছে।

সামরিক সরকারের দাবি, নিরপেক্ষ আদালত ও সু চির আমলের বিচারক দিয়ে বিচারকার্য চালানো হচ্ছে।