Can't found in the image content. বুদ্ধিমানের বন্ধু সংখ্যা কম না বেশি? কী বলেছেন গবেষকরা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বুদ্ধিমানের বন্ধু সংখ্যা কম না বেশি? কী বলেছেন গবেষকরা

লাইফস্টাইল ডেস্ক | আপডেট: সোমবার, অক্টোবর ১০, ২০২২

বুদ্ধিমানের বন্ধু সংখ্যা কম না বেশি? কী বলেছেন গবেষকরা
সাধারণত যে কোনো মানুষের বন্ধুদের মোট সংখ্যাই বলে দেয় সে কতটা বুদ্ধিমান। এমনটাই দাবি করছেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সের এক অধ্যাপক। ওই অধ্যাপক মানুষের বুদ্ধিমত্তা নিয়ে দীর্ঘ দিন ধরে গবেষণা করে আসছেন।

রীতিমতো এক্সপিরিমেন্ট করে তিনি দেখেছেন, যেসব মানুষ অত্যন্ত বুদ্ধিদীপ্ত অর্থাৎ যারা ‘হাই ইন্টেলিজেন্স লেভেল’-এ রয়েছেন তাদের বন্ধুর সংখ্যা নিতান্তই কম, এমন কি অনেক সময় তাদের বন্ধু থাকেও না। এইসব মানুষেরা একা একা সময় কাটিয়েই বেশি সুখ অনুভব করে থাকেন বলে গবেষণায় জানা গেছে।

অতি মাত্রায় বুদ্ধিমান মানুষদের অন্যান্যদের প্রতি এড়িয়ে যাওয়ার মানসিকতা কাজ করে। কিন্তু এটাকে তাদের অসামাজিক আচরন হিসাবে ব্যাখ্যা করলে ঠিক হবে না। বরং বলা যায়, যেহেতু তারা সমাজে এক রকমের সংখ্যা লঘু তাই তারা একটু গুটিয়েই রাখেন নিজেদের।