ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

মোদি-জেলেনস্কির ফোনালাপ কেন ভারত ও ইউক্রেন যুদ্ধের টার্নিং পয়েন্ট?

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, অক্টোবর ১০, ২০২২

মোদি-জেলেনস্কির ফোনালাপ কেন ভারত ও ইউক্রেন যুদ্ধের টার্নিং পয়েন্ট?
পুতিন এখন যা করছেন, ভারতের হাতে পরাস্ত হওয়ার পর পাকিস্তানের জেনারেলরা কি করবেন সেটিরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ তা হলো পারমাণবিক হামলার হুমকি। 

বর্তমানে ভারত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়ে নিরপেক্ষ রয়েছে৷ ভারতের এ নিরপেক্ষ অবস্থান কি যুদ্ধ থামাতে পারবে? ইউরোপ, যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ে ব্যস্ত। চীন রাশিয়ার সঙ্গে হাত মেলানোয় তারাও নিরপেক্ষ অবস্থান হারিয়েছে। রাশিয়া-চীনের দৃষ্টিভঙ্গি একই৷ 

গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির৷  সেখানে পারমাণবিক অস্ত্র ও হামলার বিষয়ে তাদের মধ্যে কথা হয়৷ 

ভারত হয়ত এ বিষয়টির দিকেই নজর দিতে পারবে৷  ভারত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবে না৷ কিন্তু এটি যেন পারমাণবিক যুদ্ধে না গড়ায় সেই পদক্ষেপ নিতে পারবে৷

জেলেনস্কি মোদির কাছে ফোন করে পারমাণবিক অস্ত্রের বিষয়টি মনে করিয়ে দিয়ে তাকে বুঝিয়েছেন, তিনি পারমাণবিক হামলার ঠেকাতে যেন কার্যকরী ভূমিকা রাখেন৷ 

ভারতের প্রধানমন্ত্রী আগেই বলেছেন, এখন যুদ্ধ করার সময় না। তিনি রাশিয়া-ইউক্রেন দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন এখনই যেন যুদ্ধ বন্ধে দুই দেশ রাজি হয়৷ ভারতও চাইবে এ যুদ্ধ বন্ধে একটি শক্তিশালী ভূমিকা রাখতে।