জয়পুরহাটের পাঁচবিবিতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে ছয় যুবককে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাটের ক্যাম্পের সদস্যরা।
রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান।
এর আগে শনিবার রাত ৮ টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে কয়েকটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার কুসুম্বা ইউনিয়নের রুনিহালী গ্রামের লোকমান হোসেনের ছেলে জাকারিয়া হোসেন ওরফে জাকির (৩০), একই এলাকার বাশখুর গ্রামের শাহ আলমের ছেলে জামিল হোসেন (২৫), বছির উদ্দিনের ছেলে আব্দুল কাদের (২৬), রুনিহালী গ্রামের শ্রী কার্তিক এর ছেলে স্বপন কুমার (৩০),ঢাকার পাড়া গ্রামের শাহারুল ইসলামের ছেলে শাকিল চৌধুরী (২৪) এবং একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রাজু হোসেন (২৪)।
পর্নোগ্রাফি ভিডিও সরবরাহে ব্যবহৃত পাঁচটি কম্পিউটার মনিটর, চারটি কম্পিউটার সিপিইউ, একটি ল্যাপটপ, আটটি হার্ড ডিস্ক, চারটি কী-বোর্ড, ছয়টি মাউস, ছয় সেট বিভিন্ন ক্যাবল, সাতটি মোবাইল, তেরোটি সীম কার্ড, সাতটি মেমোরী কার্ড, সাঁইত্রিশ পেন ড্রাইভ জব্দ করা হয়েছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান,ওই ছয়জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।