জন্মদিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাক্টর উপহার দিয়েছেন তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।
শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লুকাশেঙ্কো বলেছেন, ট্রাক্টরটি দিয়ে গম চাষ করা যাবে।
বেলারুশ ও রাশিয়ার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। আলেক্সান্ডার লুকাশেঙ্কো নিজেই ট্রাক্টর দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। লুকাশেঙ্কো সম্প্রতি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সফর করেন। ক্রেমলিন প্রধান ও কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস (সিআইএস) এর সাবেক সোভিয়েত নেতাদের বৈঠকে অংশ নিতেই তার রাশিয়া সফর।
শুক্রবার ছিল পুতিনের ৭০তম জন্মদিন। গত দুই দশকের বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার ক্ষমতায় আছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এ রাষ্ট্রনেতা।