ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, মার্চ ১৫, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১

EN

ছাত্র অধিকার পরিষদের স্বেচ্ছায় কারাবরণ পদযাত্রা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শনিবার, অক্টোবর ৮, ২০২২

ছাত্র অধিকার পরিষদের স্বেচ্ছায় কারাবরণ পদযাত্রা

ফাইল ছবি

নেতাকর্মীদের উপর হামলা ও আটকের প্রতিবাদে স্বেচ্ছা কারাবরণ পদযাত্রা কর্মসূচি পালন করছে ছাত্র অধিকার পরিষদ। 

শনিবার (৮ অক্টোবর) সকালে ছাত্র অধিকার পরিষদের নেতা ও ঢাবির সাবেক ভিসি  নুরুল হক নুরুর নেতৃত্বে এ পদযাত্রা শুরু হয়। দুপুর ১২ টায় তারা মিছিল নিয়ে কারা অভিমুখে যাত্রা করে। 

অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি যেন না হয় সেজন্য এ সময়  আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থান করতে দেখা যায়।

জানা গেছে, শাহবাগ এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান সহকারে স্বেচ্ছায় কারাবরণের জন্য কেন্দ্রীয় কারাগারের দিকে যাত্রা করে।

এর আগে শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সাধারণ ছাত্র অধিকার পরিষদ। পরিষদ নেতৃবৃন্দ অভিযোগ করেন, এ সময় ছাত্রলীগের নেতা কর্মীরা সমাবেশে হামলা করে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়, পাশাপাশি কয়েকজনকে ধরে নিয়ে যায় শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বলেন, ১০/১৫ জনকে আটকের পর আমরা যাচাই-বাছাই করছি। এরপরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।