ইউক্রেনের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ২০টি ড্রোন ভূপাতিত করেছে তারা।
বেশিরভাগ হলো ইরানের তৈরি শহিদ-১৩৬ ড্রোন। এগুলোর মধ্যে বিস্ফোরক ছিল এবং হামলার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এগুলো তৈরি করা হয়েছিল।
ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে, দোনেৎস্কের যেদিকে তারা এগিয়ে যাচ্ছে সেখানে ৫০০ জন জেলখাটা অপরাধীকে জড়ো করছে রাশিয়া। তারা ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করবে।
এ নতুন ইউনিটটির নেতৃত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসাররা।
এদিকে যুদ্ধ নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্টাডি অব দ্য ওয়ার জানায়, যুদ্ধক্ষেত্রে বর্তমানে কম দামের ইরানিয়ান ড্রোন মোতায়েন করেছে রাশিয়া।
তবে এসব ড্রোন যুদ্ধের গতি পাল্টে দিতে বড় ধরনের কোনো ভূমিকা রাখতে পারেনি।
এদিকে রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য এখনো স্বীকার করেনি ইরান। কিন্তু গত কয়েকদিন ধরে তাদের তৈরি ড্রোনের অস্তিত্ব পাওয়া গেছে। এমনকি ইউক্রেনের সেনারা প্রায়ই এসব ড্রোন ভূপাতিত করার তথ্য জানাচ্ছে।
সূত্র: আল জাজিরা