ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিম নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের যে উন্নতি হয়েছে তাতে শত্রুরা ক্ষুব্ধ ও ক্ষিপ্ত। দেশটির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি।
ইব্রাহিম রাইসি বলেন, শত্রুরা যেসব নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতা তৈরি করেছে সেগুলো সম্মানজনকভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। এ ব্যাপারে সমান মনোযোগ দেওয়া হয়েছে। শত্রুরা ভালো করে জানে যে, তাদের কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। তারা আনুষ্ঠানিকভাবে এটি স্বীকারও করেছে যে, নিষেধাজ্ঞা কাজ করছে না। এতে তারা ক্ষুব্ধ হয়ে উঠেছে। শত্রুরা ইরানের উন্নতি সহ্য করতে পারছে না।
ইরানের সাম্প্রতিক বিক্ষোভকে ‘বিদেশি মদদপুষ্ট’ বলেও আখ্যায়িত করেন রাইসি।
সূত্র: পার্স টুডে