ইবাদতের তাওফিক পাওয়ার শুকরিয়া স্বরূপ দোয়াটি পড়তে হয়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর ইবাদত করতে পারার শুকরিয়া স্বরূপ ছোট ও ছন্দময় চমৎকার এ দোয়াটি পড়তে বলেছেন। দোয়াটি কী?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে অছিয়ত করেন যে, প্রত্যেক নামাজের পর যেন উক্ত দোয়াটি পাঠ করেন। দোয়াটি হলো-
اَللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমাকে সাহায্য কর যেন, আমি তোমাকে স্মরণ করতে পারি, তোমার কৃতজ্ঞতা জ্ঞপন করতে পারি এবং ভালোভাবে তোমার ইবাদত-বন্দেগি করতে পারি।’ (মুসনাদে আহমদ, নাসাঈ, আবু দাউদ, মিশকাত)
অতএব উম্মাতে মুসলিমার উচিত প্রত্যেক নামাজের পর গ্রহণযোগ্য ইবাদাত-বন্দেগি করার তাওফিক কামনায় নামাজের পরপর এ দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া।
আল্লাহ তাআলা সবাইকে দোয়াটির মাধ্যমে ইবাদত করতে পারার শুকরিয়া আদায় ও উত্তম ইবাদত-বন্দেগির তাওফিক দান করুন। আমিন।