ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

থানাগুলোকে জনবান্ধব করতে চাই : আইজিপি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, অক্টোবর ৫, ২০২২

থানাগুলোকে জনবান্ধব করতে চাই : আইজিপি
দুর্নীতির ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স নীতি নেবে বলে জানিয়েছেন, পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন । তিনি বলেন, দেশের প্রতিটি থানাকে জনবান্ধব করতে নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত নবনিযুক্ত আইজিপি’স প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ও সেবা প্রাপ্তিকে আরও সহজ করতে কাজ করছে বাংলাদেশ পুলিশ।এ লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

আইজিপি বলেন, জনগণের সঙ্গে ভালো ব্যবহার ও দুর্নীতিমুক্ত থাকতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের ওপর মামলা নেওয়ার ক্ষেত্রেও সংবেদনশীল থাকবে পুলিশ।

তিনি বলেন, সম্প্রতি ৫০ তরুণের নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ।

প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ, সঠিক দিক নির্দেশনা, পুলিশের সক্ষমতা ও জনবল বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেক স্থিতিশীল রয়েছে বলেও জানান পুলিশের মহাপরিদর্শক।