Can't found in the image content. বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

বিশেষ প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি আইন কর্মকর্তা পদে লোকবল নেবে। আগ্রহীদের সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: মুখ্য আইন কর্মকর্তা (চিফ লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। 

আইনবিষয়ক পেশায় কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরি তিন বছরের চুক্তিভিত্তিক (চুক্তি নবায়নযোগ্য)।

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহীদের যোগ্যতা ও অভিজ্ঞতার পূর্ণ বিবরণী এবং জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে হবে পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১, বাংলাদেশ ব্যাংক, প্রধান ভবন, ষষ্ঠ তলা, প্রধান কার্যালয়, ঢাকা এই ঠিকানায়। ই–মেইল ঠিকানা: gm.hrd@bb.org.bd।

আবেদনপত্রের সঙ্গে সত্যায়িত তিন কপি রঙিন ছবি, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন, পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। 

আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর ২০২২।