"শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষা, দক্ষতা ও মৌলিক জ্ঞান অর্জন করতে হবে"- ঢাবি উপাচার্য
২০ সেপ্টেম্বর, ২০২২ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস একটি ফেইসবুক পোস্ট করেন। যেখানে তিনি লিখেছে, "একটি তালিকা দেখে বিস্মিত হলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পাঠে অন্য অনেকের বই থাকলেও বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' নেই।
দ্রুত সময়ের মাঝে বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" অন্তর্ভুক্ত করা হোক। "
এ নিয়ে ইতোমধ্যে ফেইসবুকে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আলোড়ন সৃষ্টি করেছে। উক্ত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জান্নাতুল নাইম পিয়াল তার ফেইসবুক পোস্টে উল্লেখ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাঠ্যক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' বইটি নেই, এই দাবি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস করেননি। করেছেন চ্যানেল আই অনলাইনের নিউজ এডিটর এম জাহিদ নেওয়াজ খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাফিজ খান তার ফেইসবুক পোস্টে নিশ্চিত করেছেন যে এমসিজে - ২০৪ কোর্সের অন্তর্ভুক্ত বই 'অসমাপ্ত আত্মজীবনী'। এই বই পড়ার পাশাপাশি ঐ কোর্সে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিষদভাবে পড়ানো হয়।
তিনি আরও লিখেছেন,"অথচ ছাত্রলীগের দায়িত্বশীল পর্যায়ে থেকে সঞ্জিত দা সাংবাদিকতা বিভাগকে বিতর্কিত করার উদ্দেশ্যে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে। কমেন্টে ওনাকে বারবার সঠিক তথ্য জানানোর পরেও উনি পোস্টটি সরাচ্ছে না।"
সমগ্র বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এক জিজ্ঞাসু পরিবেশের সৃষ্টি হয়েছে।