Can't found in the image content. অবসরের পরও বেনজীরের নিরাপত্তায় থাকবে অস্ত্রধারী পুলিশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

অবসরের পরও বেনজীরের নিরাপত্তায় থাকবে অস্ত্রধারী পুলিশ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২

অবসরের পরও বেনজীরের নিরাপত্তায় থাকবে অস্ত্রধারী পুলিশ
আগামী ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। নিরাপত্তাজনিত কারণে অবসরের পরও তার সঙ্গে ও বাড়িতে সার্বক্ষণিক পুলিশ পাহারার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলামের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বেনজীর আহমেদের অবসর প্রস্তুতিজনিত ছুটিকালে তার বাড়িতে এবং সঙ্গে একটি গাড়িতে সাদা পোশাকে অস্ত্রধারী নিরাপত্তারক্ষী মোতায়েনে ব্যবস্থা নিতে হবে।