নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১
চলতি
বছরের এসএসসি ও সমমান এবং
এইচএসসি ও সমমান পরীক্ষার
সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ
করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
বিভাগ। আগামী ১৪ নভেম্বর থেকে
এসএসসি এবং ২ ডিসেম্বর
থেকে এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়
থেকে চূড়ান্ত অনুমোদনের পর সোমবার (২৭
সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও
উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশ করা
হয়।
এর
আগে, পরীক্ষার সূচি সংক্রান্ত একটি
খসড়া তৈরি করে শিক্ষা
মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে মন্ত্রণালয় থেকে
চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপরই আজ
সকালে এটি ওয়েবসাইটে প্রকাশ
করা হয়।
আন্তঃশিক্ষা
সমন্বয় বোর্ড থেকে জানা গিয়েছিল,
এসএসসি সমমান পরীক্ষা ১০, ১২, ১৪
ও ১৫ নভেম্বর শুরু
করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয়
১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু
করে ২৮ নভেম্বর পরীক্ষা
শেষ করার বিষয়ে অনুমোদন
দেয়।
এ
বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ সংবাদমাধ্যমকে জানান, এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা
মন্ত্রণালয়ে চারটি প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫
নভেম্বর থেকে পরীক্ষা শুরু
করতে অনুমোদন আসে।
এদিকে
চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪
নভেম্বর। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০২১
সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
সূচি
অনুযায়ী আগামী ১৪ নভেম্বর দাখিলের
কোরআন মজিদ ও তাজবিদ
এবং পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর
হাদিস শরিফ, ২১ নভেম্বর ইসলামের
ইতিহাস, রসায়ন, তাজবিদ নসর ও নজম
(মুজাব্বিদ গ্রুপ) এবং তাজবিদ (হিফজুল
কোরআন গ্রুপ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল
১০টা থেকে সাড়ে ১১টা
পর্যন্ত পরীক্ষা চলবে।
প্রতি
বছর ১ ফেব্রুয়ারি এসএসসি,
দাখিল ও কারিগরি পরীক্ষা
হয়ে থাকে। এবার করোনার কারণে
পরীক্ষাগুলো পিছিয়ে আগামী নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি
নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র
নিয়ন্ত্রণও পরিচালনা সংক্রান্ত নির্দেশনা এ পরীক্ষা অনুষ্ঠিত
হবে।
প্রসঙ্গত,
করোনার কারণে ২০২১ সালের স্থগিত
থাকা এসএসসি ১১ নভেম্বর ও
২ ডিসেম্বর এইচএসসি শুরুর প্রস্তুতি নিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। সেভাবে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরীক্ষার সূচি
মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এখন বিস্তারিত
‘গাইডলাইন’ প্রকাশ করবে ঢাকা শিক্ষা
বোর্ড।