Can't found in the image content. ১৯ বারের মতো পেছাল আনভীরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

১৯ বারের মতো পেছাল আনভীরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ

আদালত প্রতিবেদক | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২

১৯ বারের মতো পেছাল আনভীরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ
রাজধানীর গুলশানে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও আরও ৭ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৬ অক্টোবরের মধ্যে জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আবারও নির্দেশ দিয়েছেন ঢাকার এক আদালত।

আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. আলাউদ্দিন সময় চেয়ে আবেদন করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্র অনুযায়ী, এই মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১৯ বারের মতো পেছাল।