ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১

EN

জেলা পরিষদের সদস্য প্রার্থী টিউবয়েল প্রতীক পেলেন সাইদুর রহমান বগী

দেওয়ান রানা, মদন, নেত্রকোণা প্রতিনিধি | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২৮, ২০২২

জেলা পরিষদের সদস্য প্রার্থী টিউবয়েল প্রতীক পেলেন সাইদুর রহমান বগী
আসন্ন (১৭ অক্টোবর) নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাঝে গত সোমবার প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। নেত্রকোনা জেলা পরিষদ সদস্য পদে টিউবয়েল প্রতীক নিয়ে লড়ছেন মদন উপজেলার কৃতি সন্তান সাইদুর রহমান (বগী)। তিনি নির্বাচনী প্রতীক নিয়ে ভোটারদের কাছে ছুটে চলছেন।

তিনি মদন উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি ও সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় ও সামাজিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন । উপজেলার সর্ব শ্রেণীর মানুষের কাছে তার রয়েছে বেশ পরিচিতি। তিনি সাধারণ মানুষের কল্যানে নিবেদিত প্রাণ।

সাইদুর ইসলাম (বগী) জানান, নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে আমি টিউবয়েল প্রতীক পেয়েছি। জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে সর্বদা জনগণের কল্যানে কাজ করে যাব। আমি আশাবাদী মদন উপজেলার সকল সম্মানিত জনপ্রতিনিধি ভোটারগণ আমাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।