Can't found in the image content. চীনে আইফোন-১৪ তৈরি করবে না অ্যাপল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

চীনে আইফোন-১৪ তৈরি করবে না অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২

চীনে আইফোন-১৪ তৈরি করবে না অ্যাপল

ছবি: সংগৃহীত

চীনে আইফোন-১৪ তৈরি করবে না অ্যাপল। এখন থেকে তারা আইফোনের নতুন এ ভার্সন ভারতে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাপল বলছে, চীন ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার কারণে তারা কিছু উৎপাদন চীন থেকে সরিয়ে নিচ্ছে। খবর বিবিসি’র 

‘জিরো কোভিড’ নীতির কারণে চীনে ব্যাপক হারে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে এর প্রভাব পড়েছে ব্যবসায়ের ওপর। 

এদিকে অ্যাপল তাদের আইফোনের নতুন ভার্ষণ চলতি মাসেই বাজারে এনেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, আইফোন-১৪ তে নতুন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এজন্য এ ফোনটি ভারতে উৎপাদন করতে পেরে আমরা উচ্ছ্বাসিত। 

তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান ফক্সকন অ্যাপলের বেশিরভাগ ফোন উৎপাদন করে থাকে। তারা ২০১৭ সালের দিকে ভারতের তামিল নাড়ুতে একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। যেখানে আইফোন পুরাতন ভার্ষণের ফোনগুলো উৎপাদন করা হয়। গত বছর ফক্সকন ভিয়েতনামে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করে বলে জানিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার। 

ভারতের আইফোনের উৎপাদন বেড়েছে এমন ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনের জন্য একটি বড় জয়। 

গত আট বছর আগে ভারত তাদের উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধি করার লক্ষ্যে একটি ফ্ল্যাগশিপ সুবিধা চালু করে। 

চলতি বছরই ভারতে ৫ শতাংশ আইফোনের উৎপাদন করা হবে বলে আশা প্রকাশ করেন অ্যানলিস্ট ইনভেস্টমেন্ট ব্যাক জেপি মরগ্যান। 

তাদের প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার মানুষ ভারতে উৎপাদিত আইফোনের সব ভার্ষণ পাবে।