Can't found in the image content. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের সংঘাতের আশঙ্কা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের সংঘাতের আশঙ্কা

নাইমুর রহমান ইমন, ঢাবি প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৭, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের সংঘাতের আশঙ্কা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারো রাজনৈতিক সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সংগঠন ঢাবি ক্যাম্পাসে কর্মসূচি নিয়ে আবারও মতবিরোধে রয়েছে। উভয় দলই ক্যাম্পাসে নিজেদের অনুভূতি জানাতে অনড়। সংঘাতের আশঙ্কা বাড়ছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের আসার কথা ছিল। ঘোষণার পর বিশ্ববিদ্যালয়জুড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেন। পরে ছাত্রদল ক্যাম্পাসে তাদের সফর স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ক্যাম্পাসের কর্মসূচি বাতিল হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক সমালোচনার মুখে পড়তে হয়েছে ছাত্রদলকে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তাদেরকে যাতে সমালোচনার মুখে পড়তে না হয় সেজন্য প্রস্তুতি নিচ্ছে ছাত্রদল বলে একটি সূত্রে জানা গেছে।

বিকাল ৪টায় আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটির নেতৃবৃন্দ ড. মো. মঙ্গলবারে। তারা দুই দিন আগে ভিসির সঙ্গে সাক্ষাৎ করার সময় নির্ধারণ করেছে।

এদিকে বিকাল ৩টায় একই দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে ঢাবি শাখা ছাত্রলীগ।

দুই প্রধান রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের এমন কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনার সৃষ্টি হয়েছে। দুই দলের আসন্ন কর্মসূচি ঘিরে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদল যেকোনো মূল্যে আসতে চায়। তাদের হাইকমান্ড থেকে নির্দেশনা আছে ক্যাম্পাসে অবস্থান ও যাতায়াত অব্যাহত রাখার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণার পর তাদের মধ্যে যে কোন্দল তৈরি হয়েছে মঙ্গলবার সবার অংশগ্রহণে সেটির ইতি ঘটানো হবে।

ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগ কেন্দ্রীয়ভাবে খুব ভালো অবস্থানে না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কমিটি পূর্ণাঙ্গ করবে শীঘ্রই। একটি হলের কমিটি এরই মধ্যে পূর্ণাঙ্গ করা হয়েছে। ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা হলে ভালো পদ পেতে নিজেদের শক্তি ও সক্ষমতা প্রদর্শন করবে।

ছাত্রলীগের ঢাবি শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ভিসি বরাবর স্মারকলিপি দেবে। সেখানে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তারা মধুর ক্যান্টিন থেকে উপাচার্য কার্যালয় বরাবর সুশৃঙ্খল পদযাত্রা করবে এবং স্মারকলিপি প্রদান করবে।