Can't found in the image content. ফিলিপাইনে ধেয়ে আসছে ‘সুপার টাইফুন নোরু’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ফিলিপাইনে ধেয়ে আসছে ‘সুপার টাইফুন নোরু’

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২

ফিলিপাইনে ধেয়ে আসছে ‘সুপার টাইফুন নোরু’
এশিয়ার দেশ ফিলিপাইনের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি ফাইভ সুপার টাইফুন নোরু।

এটি দেশটির পূর্ব দ্বীপপুঞ্জগুলোর কাছাকাছি চলে এসেছে। 

আবহাওয়াবীদরা জানিয়েছেন, টাইফুনটি ‘তীব্র আকার ধারণ’ করার পর এটির বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটারেররও ওপরে ওঠেছে। 

এ টাইফুন বা ঘুর্ণিঝড়টির প্রভাবে ভূমিধস, জলোচ্ছ্বাস এবং প্রচণ্ড ঝড় হতে পারে। রাজধানী ম্যানিলাতেও এর প্রভাব পরবে। 

ঝুঁকিতে থাকা সাধারণ মানুষদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়টির গতি প্রতি ঘণ্টায় প্রায় ৯০ কি.মি বেড়েছে।

সংবাদ সংস্থা এএফপিকে আবহাওয়াবীদ রব গিলি বলেছেন, ঝড়টির গতি বাড়ার বিষয়টি ‘নজিরবিহীন’ ঘটনা। 

ফিলিপাইনের সবচেয়ে বড় ও জনবহুল দ্বীপ লুজনে ৫ নাম্বার সতর্কতা জারি করা হয়েছে, যা সর্বোচ্চ সতর্কতা সংকেত।

সমুদ্রে চলাচলকারী জলযান এবং জেলেদের মাছ ধরতে যেতে বাধা দেওয়া হয়েছে। 

তাছাড়া দেশটিতে বিমান চলাচল এবং ফেরি সার্ভিস ব্ন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে প্যাসিফিক অঞ্চলের দেশ ফিলিপাইনে ছোটবড় সাত হাজার দ্বীপ রয়েছে। যেগুলো ঝড়ের কারণে সবসময় ঝুঁকিতে থাকে। 

২০২১ সালের ডিসেম্বর মাসে ফিলিপাইনে আঘাত হানে শক্তিশালী টাইফুন রাই। সেবার প্রায় ৪০০ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। 

সূত্র: বিবিসি