Can't found in the image content. রেলওয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

রেলওয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২

রেলওয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

প্রতীকী ছবি

বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সহকারী স্টেশনমাস্টার পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। এতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬৩৫। মৌখিক পরীক্ষার বিস্তারিত সূচি দেখা যাবে এই লিংকে

রাজধানী ঢাকায় বাংলাদেশ রেলওয়ে ভবনে পরীক্ষা নেওয়া হবে। সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রতিদিন চারটি গ্রুপে পরীক্ষা নেওয়া হবে। একেকটি গ্রুপে পরীক্ষার্থীর সংখ্যা ৬০।

৫ সেপ্টেম্বর সহকারী স্টেশনমাস্টার পদে লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফল প্রকাশ করা হয়েছিল। এতে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩৫ জন।