Can't found in the image content. মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ, ছাত্রলীগ সহ-সভাপতিকে পিটিয়ে আহত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ, ছাত্রলীগ সহ-সভাপতিকে পিটিয়ে আহত

নাইমুর রহমান ইমন, ঢাবি প্রতিনিধি | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২

মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ, ছাত্রলীগ সহ-সভাপতিকে পিটিয়ে আহত
ছাত্রলীগের কোন্দলে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইডেন মহিলা কলেজ। ইডেন কলেজ ছাত্রলীগ সহসভাপতি জান্নাতুল ফেরদৌস হলের সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে কথা বলায় তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও তাদের অনুসারীদের বিরুদ্ধে।

এ নিয়ে ইডেন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ ঘটনার জন্য শিক্ষার্থীরা ‘ব্যর্থ’ কলেজ প্রশাসনের পদত্যাগ ও ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে বহিষ্কার করার দাবি জানান।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার পর ঘটনার সূত্রপাত হয়। এখনও উত্তপ্ত অবস্থায় রয়েছে কলেজ ক্যাম্পাস। ইতমধ্যেই ইডেন কলেজের উত্তেজিত অবস্থার ভিডিও সোশ্যাল মিডিয়াটা সাড়া জাগিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার অনুসারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, কামরুন নাহার জ্যোতিসহ কয়েকজন নেত্রী জান্নাতুল ফেরদৌস ও তার বোনকে নির্যাতন করেন।



ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, "তারা আমাকে রুমে নির্যাতন করেছেন। আমি কথা বলতে পারছি না।" তার সাথের শিক্ষার্থীদের থেকে শোনা যায় যে তার ফোনও কেড়ে নেয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখিত, সাক্ষাৎকার নেওয়ার সময় ভুক্তভোগী চেতনা হারিয়ে ফেলে।



উক্ত ঘটনার প্রতিবাদে ইডেন কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদী আন্দোলন শুরু করেছে।

ইডেন কলেজের বঙ্গমাতা হলের প্রভোস্ট নাজমুন নাহার বলেন, "ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা চেষ্টা করছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"