Can't found in the image content. বিএনপি প্রতিদিনই শক্তিশালী হচ্ছে : রুমিন ফারহানা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিএনপি প্রতিদিনই শক্তিশালী হচ্ছে : রুমিন ফারহানা

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২

বিএনপি প্রতিদিনই শক্তিশালী হচ্ছে : রুমিন ফারহানা
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সহসম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি প্রতিদিনই শক্তিশালী হচ্ছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে ‘জবাবদিহিতামূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, স্বাধীনতা, মানুষের অধিকার, সুশাসন, ন্যায় বিচার দিতে ব্যর্থ হওয়া আওয়ামী লীগের মত একটি ফ্যাসিস্ট সরকারকে প্রতিনিয়ত মোকাবেলা করতে হয় বিএনপিকে। একটি গণতান্ত্রিক সরকারের সময় আন্দোলন এবং একটি এক দলীয় ফ্যাসিস্ট জালিম সরকারে বিরুদ্ধে আন্দোলন কখনোই এক রকম হয় না। পুলিশসহ নিরাপত্তা বাহিনীদের যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ এক মিনিটও ক্ষমতায় থাকতে পারবে না।

তিনি বলেন, এ দেশের নির্বাচন কাঠামোকে ধ্বংস করা হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে দিনের ভোট রাতে করা হয়। নির্বাচন কমিশন বলেন, গোপন কক্ষে যে ভূত দাঁড়িয়ে থাকে তারাই হচ্ছে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন হলে মৌলিক পরিবর্তন হবে বলে বিএনপি বিশ্বাস করে না। এজন্য পুরো রাষ্ট্রের মেরামত দরকার। এ কারণে দেশ প্রেমিক ও ঐকমত্য প্রয়োজন। তাই ছোট-বড় সব রাজনৈতিক নেতাকে নিয়ে রাষ্ট্র মেরামতের কাজ করা হবে। আমরা আবার গণতান্ত্রিক ও মানব অধিকার ধারায় ফিরিয়ে আনবো।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মোছা. শাম্মী আক্তার, সাংবাদিক কাদের গনি চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল, সাংবাদিক আলী মাহমুদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ডিন অধ্যাপক ড. ফজলুল হক, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস. এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ। অন্যদের মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।