ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বৈঠকে পরস্পরকে যে হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৪, ২০২২

বৈঠকে পরস্পরকে যে হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নিউইয়র্কে বৈঠকে মিলিত হলেন যুক্তরাষ্ট্র-চীনের পররাষ্ট্রমন্ত্রী। নিউইয়র্কে চলমান জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনের পাশে এক বৈঠকে মিলিত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই।

বৈঠকে তাইওয়ান ও ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাইওয়ানকে সমর্থনের মধ্য দিয়েই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধ্বংসের শঙ্কাও জানান তিনি। এক চীননীতি সমর্থন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ওয়াং-ই।

অন্যদিকে, ইউক্রেনে রাশিয়ার অভিযানকে চীনের সমর্থনের বিষয়টিও উসকানি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতিশীলতাসহ আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে চীনের প্রতি আহ্বান জানান অ্যান্টনি ব্লিঙ্কেন।

তবে প্রতিযোগিতামূলক বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশেরই শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি বলেও মত দেন নেতারা। মহামারি মোকাবিলা, অর্থনীতি পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সন্ত্রাসবাদ মোকাবিলায় ওয়াশিংটন-বেইজিং দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে ব্লিঙ্কেন ও ওয়াং-ইর এই বৈঠক আগামী নভেম্বরে জি-টুয়েন্টি সম্মেলনে দুই দেশের প্রেসিডেন্টের একটি বৈঠকের ভিত্তিস্থাপন করবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

এর আগে গত মাসে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে তাইপের চারপাশে চীনের নজিরবিহীন সামরিক মহড়া চালানোয় ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক রীতিমতো বৈরী রূপধারণ করে।