ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ |

EN

সংবাদ প্রকাশের জেরে যুগান্তর সাংবাদিকের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিবেদক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২৩, ২০২২

সংবাদ প্রকাশের জেরে যুগান্তর সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক যুগান্তরের বান্দরবানের লামা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াছকেসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন খুরশিদা নামের এক নারী। 

ওই নারী তার আগে বিরোধ মীমাংসা করতে গিয়ে প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মহরমসহ ১৭ জনের বিরুদ্ধেও মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলা করা হয়। এ সময় সাইবার ট্রাইব্যুনাল আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কক্সবাজারকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামিরা হলেন, মোহাম্মদ ইলিয়াছ, নাজিম উদ্দির রানা, জয়নাল আবেদীন মানিক, আকিব হাসান, মোহাম্মদ মামুন, সোহাগ মিয়া, আসাদুজ্জামান, আব্দুল মতিন ও সাদ্দাম হোসেন।

মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২১, ২৫ ও ৩৫ ধারার অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর ‘লামায় বিরোধ মীমাংসায় গিয়ে মামলায় হয়রানি’ নামে দৈনিক যুগান্তরে একটিসংবাদ প্রকাশিত হয়। মূলত ওই প্রতিবেদন প্রকাশের জেরে এই মামলাটি দায়ের করা হয়।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সাংবাদিককে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।