পদ্মা সেতুর রেল প্রকল্পের রেললাইনের ৬৪টি সাপোর্টিং ক্লিপ ও ৮টি ফিসপ্লেট চুরি করেছে সংঘবদ্ধ চোরের দল। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ চোরকে গ্রেফতার করেছে। এ সময় চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।
সোমবার রাতে ভাঙ্গা উপজেলার শরীলদিয়া এলাকার নতুন রেললাইনের কাজ করার পরই চোরেরা সাপোর্টিং ক্লিপ ও ফিসপ্লেট চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সেনাবাহিনীর সেফটি ইনচার্জ বাদী হয়ে গত বুধবার রাতে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলো- এনায়েত শেখ, আব্দুর রহমান, তানজিম মোল্লা, রাশেল মোল্লা, মামুন শেখ ও ইমন মোল্লা।
এ বিষয় বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু ও রেলপথ। গত মাসে রেলমন্ত্রী ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা পর্যন্ত রেললাইনের কাজ উদ্বোধন করেন। দ্রুতগতিতে কাজও চলছে। কিন্তু একদল চোর রেললাইনের ৬৪টি সাপোর্টিং ক্লিপ ও ৮টি ফিসপ্লেট চুরি করে নিয়ে বিক্রি করে। যার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনার পর অভিযোগ পেয়ে আমিসহ পুলিশ সদস্যরা বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৬ চোর গ্রেফতার ও চুরি হওয়া সব মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এদের বিরুদ্ধে মামলা হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।