প্রতিবন্ধীদের মোটরচালিত রিকশা চালাতে দেওয়ার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে রেখেছে রিকশা চালকরা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে রাস্তা অবরোধ করে রাখেন তারা।
রিকশাচালক রবি তালুকদার বলেন, প্রতিবন্ধীদের মোটরচালিত অটোরিকশা রাস্তায় উঠলে পুলিশ আটকে দেয়। সকাল সাড়ে ১০টার দিকে আমার রিকশা আটকে পুলিশ মারধর করে। আরও ৩ রিকশা আটকে ৩ হাজার টাকা নিয়েছে।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেবদাস গণমাধ্যমকে বলেন, মিরপুর ১০ নম্বর গোল চত্বরে মোটরচালিত রিকশা না ধরার দাবিতে আন্দোলন করছে তারা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।